পিছিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গঞ্জু সম্প্রদায়ের সাংস্কৃতিক - দৈনিক অপরাজিতা

Breaking

home Top Ad

Thursday, May 6, 2021

পিছিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গঞ্জু সম্প্রদায়ের সাংস্কৃতিক


কমলগঞ্জ; প্রতিনিধি পিছিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গঞ্জু সম্প্রদায়ের সাংস্কৃতিক , বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গঞ্জু সম্প্রদায় যুগ যুগ ধরে বসবাস করে আসছেন বাংলাদেশে, ২০১৯ সালে এমনকি গঞ্জু সম্প্রদায়কে, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বাংলাদেশ সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়, কিন্তু তারা এখনো কোনো সুযোগসুবিধা পাই নি সরকারি ভাবে, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গঞ্জু সমাজ সেবক ফোরাম এর সাধারণ সম্পাদক লিটন গঞ্জু রাজু জানান, আমাদের সরকারি ভাবে কোনো সাংস্কৃতিক চর্চার সুযোগসুবিধা না থাকায় আমাদের সাংস্কৃতিক পিছিয়ে যাচ্ছে, এমনকি আমাদের সমাজের ছেলে মেয়েদের দিন দিন বেকারত্ব বেড়ে চলেছে, ছেলে মেয়েদের কর্মসংস্থান গড়ার জন্য আমাদের একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার ও একটি টেইলারিং প্রশিক্ষণ সেন্টার দরকার, আমরা প্রতিবছর সমাজের বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করি তাদের কাছে আমরা আমাদের দাবি তুলে ধরি তারপরেও আমাদের কোন লাভ হচ্ছে না তাই, আমরা দাবি জানাচ্ছি আমাদের গঞ্জু সম্প্রদায়ের প্রতি একটি বরাদ্দ দেই যেনো সরকার, তাতে হয়তো আমাদের গঞ্জু সম্প্রদায়ের সাংস্কৃতিক চর্চা এগিয়ে যাবে এবং সমাজের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে বেকারত্বর দিন শেষ হবে ।

1 comment:

  1. Tinting iron band rings - Titanium Art
    Tinting iron band rings. titanium plate Titanium Art. The text-based tinting iron band with a long titanium dioxide sunscreen lasting durability. The tinting iron band is one of ford escape titanium 2021 the most titanium flask popular titanium vs ceramic

    ReplyDelete

Post Bottom Ad

Pages